thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩, ১৪ই আশ্বিন ১৪৩০

ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৫ জুন ২০২৩, ১৯:১০

ছবি : সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ জুন) সকালে ভারতীয় সংবাদমাধ্যম দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের সরকারি এজেন্সি ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার বাংলাদেশ সময় সকাল সোয়া ৮টার দিকে বঙ্গোপসাগরে ৩ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে গত সাত মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্প আঘাত হেনেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর