thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩, ১৩ই আশ্বিন ১৪৩০

কয়লা সংকটে পায়রা বিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৬ জুন ২০২৩, ০৩:৩১

ছবি : সংগৃহীত

কয়লা সংকটে দেশের বৃহত্তম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পায়রায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে নতুন করে কয়লা এলে বিদ্যুৎকেন্দ্রটি আবারও উৎপাদনে ফিরতে পারে চলতি মাসের শেষ নাগাদ।

যদিও গত ২৫ মে একইভাবে বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডলার সংকটে এলসি করাতে না পারায় কয়লা আমদানি সম্ভব হচ্ছে না। যদিও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে পাঁচ হাজার কোটি টাকা পাওনা রয়েছে প্রতিষ্ঠানটির।

পায়রা বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি ২০২০ সালের ১৫ মে উৎপাদন শুরু করে। ওই বছরের ডিসেম্বরে উৎপাদনের সক্ষমতা অর্জন করে প্লান্টটির দ্বিতীয় ইউনিট। তবে এটি ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করলেও দীর্ঘ সময় একটি ইউনিটের উৎপাদন বন্ধ থাকে। কেননা, এ সময়কালে সঞ্চালন লাইনের নির্মাণকাজ চলমান ছিল।

এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে উৎপাদনে যাওয়ার পর এবারই প্রথমবারের মতো কয়লা সংকটে পুরোপুরি বন্ধ হলো বিদ্যুৎকেন্দ্রটি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর