৭৪ হাজার ছাড়ালো সোনার ভরি
প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২১ ১২:০৪
আপডেট:
২৩ মে ২০২২ ০১:১৯

বাংলাদেশের বাজারে সোনার দাম ভরিতে বেড়েছে দুই হাজার ৩৩৩ টাকা। বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুস শুক্রবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শনিবার (১৩ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ক্যারেটের ভরির দাম ৭১ হাজার ৯৬৬ টাকা ছিল। নতুন দাম হবে ৭৪ হাজার ৩০০ টাকা। দুই হাজার ৩৩৩ টাকা ভরিতে দাম বেড়েছে। ২১ ক্যারেটের ভরির দাম ৭১ হাজার ১৫০ টাকা ধরা হয়েছে। শুক্রবার পর্যন্ত এ মানের সোনার দাম রয়েছে ৬৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের ভরির দাম ধরা হয়েছে ৬২ হাজার ৪০২ টাকা, বর্তমান দাম রয়েছে ৬০ হাজার ৬৯ টাকা।
সনাতন পদ্ধতিতে সোনার ভরির দাম ৫২ হাজার ৭৯ টাকা ধরা হয়েছে। বর্তমানে দাম রয়েছে ৪৯ হাজার ৭৪৬ টাকা।
অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হচ্ছে, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।
বিষয়:

‘তিন ঘণ্টার রাস্তা আসছি দুইদিনে, খরচ হইছে ৪ হাজার'

দারাজের আরজে প্রতিযোগিতায় শীর্ষে স্পাইস এফএম

সোনায় আরও স্বস্তি

করোনার আঘাতে সোনায় ধস

আশকোনা মুক্তিযোদ্ধা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কমিটি গঠন

আপনার মূল্যবান মতামত দিন: