বিতর্কে ওরে বাটপার
প্রকাশিত:
৯ জুন ২০২০ ২০:১১
আপডেট:
২৮ জুন ২০২২ ০৬:০৬

ওরে বাটপার নামে নাটক ইউটিউবে সম্প্রতি প্রকাশ হয়। দুই দিনেই নাটকটির ভিউ ১৪ লাখ ছাড়িয়েছে। প্রশংসার চেয়ে সমালোচনাই হচ্ছে বেশি। মেস লাইফকে কেন্দ্র করে নাটকটি নির্মিত। ইউটিউবে বেশিরভাগই তীর্যক মন্তব্য করছেন। সেই সাথে নাটকের গল্পে ঢাকার একটি শীর্ষ কলেজের সাদৃশ্য লক্ষ্য করা যায় বলে অনেকে মন্তব্য করছেন।
কলেজের হল বা মেসে থাকা ব্যাচেলর ছেলেদের নোংরা পলিটিক্সের শিকার হওয়া এবং সেই সাথে পরের স্ত্রীর সাথে পরকীয়ার গল্প তুলে ধরায় অনেক শিক্ষার্থী এ নাটকের পরিচালকের কঠোর সমালোচনা করছেন।
নাটকটি নিয়ে বেশিরভাগ সমালোচনা এসেছে কলেজ ক্যাম্পাস ও অশ্লীলতা ঘিরে। কলেজের হলে থাকা দুই বন্ধুর সঙ্গে ক্যান্টিন মালিকের স্ত্রীর পরকীয়া এবং নানারকম অশ্লীল কথাবার্তা ও ইঙ্গিত দেখানো হয়েছে এখানে। এসব নাটক যুব সমাজকে ধ্বংস করছে বলেই মনে করছেন সবাই।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারেক রহমান। এতে অভিনয় করেছেন শামীম হাসনা সরকার, রিমি করিম, চাষী আলম, আনেয়ার প্রমুখ।
এ বিষয়ে কথা বলতে নাটকের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।
বিষয়: ওরে বাটপার ইউটিউব

নাটক লেখায় সেঞ্চুরি করলেন রাহুল রাজ

করোনায় কাইশ্যার মৃত্যু
-2020-08-09-04-36-32.png)
কাব্য বিলাসে মুক্তি পেল ‘মনে আছে জোর’

আমার জীবনের সম্পূর্ণ কৃতিত্বটাই আমার বাবার: প্রিয়াঙ্কা

‘৯৯৯’ সঞ্চালনায় প্রশংসিত আরজে এমি

আপনার মূল্যবান মতামত দিন: