thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩, ১৪ই আশ্বিন ১৪৩০

লাকী আখন্দকে শ্রদ্ধা জানিয়ে ‘ঘুম ঘুম’

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩, ০৬:২৫

ছবি- সংগৃহীত

কিংবদন্তি গায়ক ও সুরকার লাকী আখন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই গান নতুন করে প্রকাশ করল কোক স্টুডিও বাংলা। গানের শিরোনাম ‘ঘুম ঘুম’। নতুন করে গানটি কণ্ঠে তুলেছেন এই সময়ের জনপ্রিয় শিল্পী ফাইরুজ নাজিফা। আর সংগীতে ছিলেন শুভেন্দু দাশ শুভ।

মূল গানটির কথা লিখেছেন এস এম হেদায়ত। লাকী আখন্দের সুরে তা কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গানটি ছিল ১৯৮০ সালের মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা ‘ঘুড্ডি’-তে। পাকিস্তান থেকে দেশে ফেরার পর, ‘ঘুম ঘুম’ ছিল শাহনাজ রহমতুল্লাহ’র প্রথম গান। সিনেমাটি সেসময় সদ্য স্বাধীন বাংলাদেশের তরুণ, মুক্ত পরিবেশকে তুলে ধরে। সেই একই পরিবেশটি ওঠে এসেছে এবারের গানেও।

কালজয়ী গানটিকে নতুনভাবে পরিবেশন করতে গিয়ে বাংলা গানের সঙ্গে জ্যাজ সংগীতকে মিলিয়েছে কোক স্টুডিও বাংলা। সোনালি দিনের এই গানটিতে নতুন প্রাণ দিয়েছেন শিল্পীরা। জ্যাজের জাদুর সঙ্গে নস্টালজিয়ার মিশ্রণে তৈরি হয়েছে চমৎকার একটি সুর। দর্শকদের সুন্দর একটি ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে গানের সেটটি ডিজাইন করা হয়েছে একটি ক্যাবারে জ্যাজ ক্লাবের আদলে।

ফাইরুজ নাজিফা বলেন, ‘কোক স্টুডিও বাংলা পরিবারের অংশ হওয়া, এই প্ল্যাটফর্মে পারফর্ম করতে পারা একটি চমৎকার অভিজ্ঞতা। লাকী আখন্দ ও শাহনাজ রহমতুল্লাহ’র মতো কিংবদন্তি শিল্পীদের সৃষ্টি করা গান কাভার করব- জানতে পেরে আমি খুবই আনন্দিত ছিলাম। আমি আমার সর্বোচ্চ দিয়ে গানটি গাওয়া চেষ্টা করেছি। আশা করি, সবাই গানটি উপভোগ করবেন।’

শুভেন্দু দাশ শুভ বলেন, ‘যেকোনো কালজয়ী গানে কাজ করা একটি চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা শিল্পীরা এ রকম চ্যালেঞ্জ সবসময় উপভোগ করি। এই সিজনের জন্য নানা ধারার গান নিয়ে কাজ করা আমাদের পরিকল্পনায় ছিল। আর দর্শক-শ্রোতাদের সামনে জ্যাজ গান পরিবেশন করতে আমি খুবই আগ্রহী ছিলাম। ফাইরুজ থেকে শুরু করে এই গানের সঙ্গে জড়িত ক্যামেরার সামনের ও পেছনের শিল্পীরা সবাই দারুণ কাজ করেছেন।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর