প্রকাশিত:
৫ জুন ২০২৩, ০১:৪১
স্ত্রী পরীমণির সঙ্গে অস্বাভাবিক দাম্পত্যজীবনের জন্য বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজ তৃতীয় পক্ষকে দায়ী করেছেন। অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে ফোনালাপে এমন অভিযোগই করেছেন পরীমণির স্বামী শরিফুল রাজ।
জয়ের কাছে রাজ বলেন, পরীর অপরিণত সব কাজের পেছনে ওর কোনো হাত নেই। ওর আশপাশের মানুষ ইন্ধন জোগানোর পরই এমন করেন পরী।
শনিবার (০৩ জুন) ফেসবুকে জয়ের পোস্ট করা ভিডিও থেকে আরো জানা যায়, শরিফুল রাজ ও পরীমণির মাত্র ২৪ মাসের দাম্পত্যজীবনে যতবার দাম্পত্যকলহ তৈরি হয়েছে, তৃতীয় পক্ষের হাত ছিল সবসময়ই, আছে এখনো।
কেন ঘরের সব ইস্যু বারবার বাইরে চলে আসে? শাহরিয়ার নাজিম জয়ের এমন প্রশ্নে শরিফুল রাজ বলেন, আমার সংসারে কী হচ্ছে, আমি নিজেই জানি না। মিডিয়ার খবরে প্রকাশিত সংবাদ আর সামাজিকমাধ্যম থেকে আমি আমার সংসারের খবর জানি।
এ বিষয়ে রাজ পরীকে দায়ী না করে দায়ী করেছেন পরীর আশপাশের মানুষকে। তিনি বলেন, আমি সারা জীবন পরীর সঙ্গে সংসার করতে চাই। কিন্তু তৃতীয় পক্ষের জন্য তা সম্ভব হয়ে উঠছে না।
উল্লেখ্য, মাত্র ৭ দিনের পরিচয়ে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ আর সেই বছরের ১০ আগস্ট তাদের ঘরে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
মন্তব্য করুন: