প্রকাশিত:
২৩ মে ২০২৩, ০৩:০৭
প্রথম আরব নারী হিসেবে সৌদি আরবের রায়নাহ বারনবি যাচ্ছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। তার সঙ্গী হচ্ছেন আরও তিনজন।
রোববার (২১ মে) স্পেসএক্সের রকেট ফ্যালকন নাইনে করে মহাকাশের উদ্দেশে পৃথিবী ছাড়বেন তারা।
বারনবির আগে আরবের কোনও নারী এই অনন্য নজির গড়তে পারেননি। তাই তার নামই আরব ইতিহাসে প্রথম হিসেবে লেখা হতে চলেছে। রক্ষণশীল সৌদির কোনও মেয়ে হয়তো মাত্র ১০ বছর আগে এমনটা কল্পনাও করতেন না।
বারনবি বলেন, ‘আমি মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত হতে পেরে গর্বিত। আমি আরব নারীদের স্বপ্ন বহন করতে পারছি; স্বপ্ন পূরণের পথে রয়েছি।
বারনবির সঙ্গে রয়েছেন সৌদি নাগরিক আলি আল কার্নিও। তাদের সঙ্গে বাকি দুইজন যুক্তরাষ্টের নাগরিক। এরা হলেন পেগি হুইটসন ও জন শফনার। মার্কিন এই দুই নভোচারীর মহাকাশ অভিযানের অভিজ্ঞতা আছে।
রায়নাহ বারনবি ও আল কার্নির আশা, তাদের এই মহাকাশযাত্রা সৌদি আরবের ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। মহাকাশ মিশনে সৌদি তরুণ প্রজন্মের ওপর আস্থা রাখার জন্য দেশটির নেতাদের ও সৌদি মহাকাশ কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।
বারনবি বলেন, ‘আমি বিশ্বাস করি বিজ্ঞানের কোনও সীমা নেই। আমরা এই নীতিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন চালিয়ে যাব, অনুসন্ধান করব। আমরা মানবতার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অংশগ্রহণ করব।’
মন্তব্য করুন: