কে বাইজি কে ডাক্তার
প্রকাশিত:
১২ জুলাই ২০২০ ১৮:৫১
আপডেট:
১২ জুলাই ২০২০ ১৮:৫৫

কে বাইজি কে ডাক্তার, কে বেশ্যা মক্ষীরাণী না কে রাজনৈতিক নেত্রী? কে চোর বাটপার প্রতারক নাকি ব্যাবসায়ী? কে সতী কে পাপের সম্পদের লোভী, কে আদর্শিক সমাজের নাগরিক কে যৌন বিকৃত সমাজের ব্যক্তিত্বহীন, রুচিহীন সদস্য? কে টিভির অ্যাংকর কে অসৎ নষ্ট? কে দুর্নীতিবাজ সাংবাদিক কে সৎ কমিটেড? কে সুশীল কে চিটার? কে সৎ পাবলিক সার্ভেন্ট কে দুর্নীতিবাজ সিন্ডিকেট সদস্য? কে ডিসি কে নির্দয় দাম্ভিক ক্ষমতার অপব্যবহারকারী? কে রাজনৈতিক কর্মী কে তদবিরবাজ বা বেশ্যার দালাল? কে সরবরাহকারী কে ভোগকারী? কে শিল্পী কে রক্ষিতা, কে মডেল অভিনেত্রী কে দেহপসারিনী? কে ব্যবসায়ী কে ব্যাংক ডাকাত অর্থপাচারকারী? কে প্রেমিক প্রেমিকা কে লোভী নির্দয় প্রতারক বিশ্বাসঘাতক? নষ্ট সমাজকে কতিপয়ে চরিত্রহীন চরম লোভী ও ক্ষমতার অপব্যবহারকারীরা এমন করেছে যে আজ চেনা বড় দায়! এ সমাজে বিচরণ করতে বড় ভয়! এ সমাজ মেনে নেয়ার নয়! এ দায় বিভিন্ন পেশার ক্ষমতাবান বা দায়িত্বশীলরা এড়াতে পারে না। এই পাপীদের দায় রাজনৈতিক ও প্রশাসনিক শক্তিকে নিতেই হবে। বের করতে হবে ওদের গডমাদার গডফাদারদের।
বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও পূর্বপশ্চিম বিডি. নিউজের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমানের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লেখাটি সংগৃহীত। লেখাটি যে শিরোনামে সংবাদ আকারে প্রকাশ হয়েছে তা (শিরোনাম) এ জ্যৈষ্ঠ সাংবাদিকের দেয়া নয়। তার লেখার প্রথম চারটি শব্দকে শিরোনাম করা হয়েছে।
বিষয়: পীর হাবিবুর রহমানে

মৃত্যুর ঝুঁকি নিয়ে করোনায় নিহত নারীকে গোসল করাতে রাজি লাভলী

মিডিয়ায় ঝড় তুললো মিরপুরে করোনায় মৃত ব্যক্তির ছেলের ফেসবুক পোস্ট

করোনায় ক্ষুধার্তদের মাঝে তরুণ আইনজীবীর খাদ্য বিতরণ

কে বাইজি কে ডাক্তার

আপনার মূল্যবান মতামত দিন: