বঙ্গবন্ধুকে নিয়ে লিখলেন সাকিব
প্রকাশিত:
১৭ মার্চ ২০২০ ০৮:১৪
আপডেট:
২৮ জুন ২০২২ ০৫:৪৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ। এদিন থেকে সারা দেশে শুরু হলো মুজিববর্ষ। বিশেষ দিনটি উপলক্ষে জাতির পিতাকে শুভেচ্ছা জানিয়েছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়ায় এ বার্তা দেন তিনি।
সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বঙ্গবন্ধুকে নিয়ে একটি স্ট্যাটাস দেন।
বিশ্বসেরা এ অলরাউন্ডার লিখেছেন, আজ থেকে শতবছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।
বিষয়: সাকিব

আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ হারেনি

নেইমারদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন বায়ার্ন

‘যেসব দেশ নিরাপদ সেখানে আমরা খেলতে চাই’

শুটিংয়ের মহাসচিব অপুর বিরুদ্ধে বিস্তর অভিযোগের প্রমান পেয়েছে তদন্ত কমিটি

উত্তরা বন্ধু সংঘের আয়োজনে শেষ হল প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট

আপনার মূল্যবান মতামত দিন: