অধিনায়ক মাশরাফির সেরা তিন জয়
প্রকাশিত:
৫ মে ২০২০ ২১:০২
আপডেট:
২৮ জুন ২০২২ ০৬:৩২

বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার নেতৃত্বে বাংলাদেশ ৮৮ ওয়ানডের মধ্যে ৫০টিতে জয় পেয়েছে। এই পঞ্চাশ জয়ের মধ্যে সেরা তিন জয়কে এগিয়ে রাখছেন মাশরাফি।
সোমবার রাতে লাইভে অংশ নেন বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক ও নতুন অধিনায়ক মাশরাফি ও তামিম ইকবাল।
এদিন তামিম বলেন, আপনার অধীনে আমরা ৫০টি ওয়ানডে ম্যাচ জিতেছি। এটা অবশ্যই অন্যতম বড় একটা মাইলফলক। এখান থেকে আপনি তিনটি জয়ের কথা বলেন যেগুলো আপনার হৃদয়ে ভালোভাবে জায়গা করে নিয়েছে।
তামিমের কথা শেষ না হতেই মাশরাফি বলেন, ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জিতে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছিলাম। এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য একটা জয় পেয়েছিলাম। আর তৃতীয় সেরা জয় হলো ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরের ম্যাচ জয়। সেই ম্যাচে তাসকিন তিনটা উইকেট পেয়েছিল।
মাশরাফিকে স্মরণ করিয়ে দিয়ে তামিম বলেন, সেই ম্যাচে আপনি ইনিংসের শুরুতেই উইকেট নিয়েছিলেন আর ব্যাট হাতেও রান করেছেন। তামিমের এ কথার জবাবে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বলা একটি কথা মনে করে মাশরাফি বলেন, হাথুরুসিংহে তো আমাকে বলত, তুমি কখনওই ব্যাট হাতে রান করে ম্যাচ জেতাতে পারবে না।
বিষয়:

আর্জেন্টিনা-ব্রাজিলের কেউ হারেনি

নেইমারদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন বায়ার্ন

‘যেসব দেশ নিরাপদ সেখানে আমরা খেলতে চাই’

শুটিংয়ের মহাসচিব অপুর বিরুদ্ধে বিস্তর অভিযোগের প্রমান পেয়েছে তদন্ত কমিটি

উত্তরা বন্ধু সংঘের আয়োজনে শেষ হল প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট

আপনার মূল্যবান মতামত দিন: