প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩, ০৫:০৭
২০২০ সালে ওয়ানডে অধিনায়ক হিসেবে বিদায় নেন মাশরাফি বিন মুর্তজা। এরপরেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় ওপেনার তামিম ইকবালকে। যথারীতি আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজেও দায়িত্বে ছিলেন তামিম। তবে প্রথম ওয়ানডের পরদিনই আকস্মিক ওয়ানডে ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন এই ওপেনার। তার অবর্তমানে অধিনায়কত্ব করেন লিটন দাস।
তবে অবসর ঘোষণার পরদিনই তামিমকে গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তাকে ওয়ানডে ক্রিকেটে ফেরার নির্দেশ দেন। সেই সঙ্গে দেড় মাসের ছুটিও দেন। এশিয়া কাপ দিয়ে দলে ফেরার কথা তামিমের।
বর্তমানে ছুটিতেই আছেন তামিম। পরিবার নিয়ে গেছেন দুবাই। সেখান থেকে লন্ডনে চিকিৎসা করাতে যাওয়ার কথা আছে তার। তবে সেখান থেকে ফিরে তামিম ওয়ানডে অধিনায়ক থাকবেন কি না সেটি নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দেশে ফিরে বোর্ডের সঙ্গে বসবেন তিনি। সেটির ওপর অনেক কিছু নির্ভর করছে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিমই থাকছেন অধিনায়ক। পাপন বলেন, ‘তামিম আমাদের বিশ্বকাপের অধিনায়ক। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু ২ ম্যাচ খেলেনি, তাই লিটন অধিনায়ক ছিল। তামিম যদি ফেরত আসে ও করবে। ও না আসলে অন্য কেউ করবে।’
নতুন করে তামিমের পিঠের চোট বাড়ছে। এজন্যই মূলত ইংল্যান্ডে চিকিৎসক দেখানোর কথা তার। এদিকে আগামী মাসের শেষদিকে শ্রীলংকা ও পাকিস্তানে বসবে এশিয়া কাপ। এরপর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বিসিবির জন্য তাই বড় চিন্তা তার ইনজুরি।
মন্তব্য করুন: