প্রকাশিত:
৪ জুন ২০২৩, ০৩:০১
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ শেষে স্পেন জাতীয় দলের জার্সি খোলার পর বিশ্বজয়ী স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা ক্লাবও ত্যাগ করেন। যোগ দিয়েছিলেন জাপানিজ ক্লাব ভিসেল কোবে। সম্প্রতি এ ক্লাবকেও বিদায় জানিয়ে দেন। গুঞ্জন ওঠে ইনিয়েস্তাকে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাবেরও। তবে এবার ইনিয়েস্তা নাকি আর্জেন্টিনার ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছেন, এমনই শোনা যাচ্ছে।
এই দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে। আর্জেন্টিনোস জুনিয়রস ক্লাবে ইনিয়েস্তার সাবেক বার্সা সতীর্থ টিম ডিরেক্টর গ্যাব্রিয়েল মিলিতোর সঙ্গে বন্ধুত্বের কারণেই আর্জেন্টাইন ক্লাবে এই স্প্যানিশ মিডফিল্ডার তারকাকে খেলানোর সুযোগ দেখছেন তারা।
প্রতিবেদনটি বলছে, গ্যাব্রিয়েল মিলিতো ইনিয়েস্তার সঙ্গে খেলেছেন ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন দলে এবং দীর্ঘদিন বার্সেলোনায়। তারা ২০০৭ সাল থেকে ২০১১ পর্যন্ত সময়ে ২টি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১০টি শিরোপা জিতে।
বুয়েন্স আয়ার্সের ক্লাবের সভাপতি ক্রিস্টিয়ান ম্যালাস্পিনা এক বক্তব্যে জানিয়েছেন, ‘মিলিতো ও ইনিয়েস্তা দুজন ভালো বন্ধু। ইতোমধ্যে ইনিয়েস্তার সঙ্গে আর্জেন্টিনায় আনার ব্যাপারে কথা বলেছেন মিলিতো। দেখা যাক তিনি কোন সিদ্ধান্তে আসেন, তবে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।’
ভিসেল কোবেতে ২০২৪ সাল পর্যন্ত ৩৯ বছর বয়সী ইনিয়েস্তার চুক্তি থাকলেও মেয়াদ ফুরানোর আগেই বিদায় নিতে গিয়ে অশ্রুচোখে ইনিয়েস্তা বলেছিলেন, আমি এমন একটা জায়গা খুঁজে পেতে চাই, শেষপর্যন্ত যেখানে অবসর নিতে পারি।
মন্তব্য করুন: