thecitybank.com
mizanbd727@gmail.com ঢাকা | শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩, ১৪ই আশ্বিন ১৪৩০

আজ পিএসজিতে রামোসের শেষ ম্যাচ, মেসিকে নিয়ে ধোঁয়াশা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ জুন ২০২৩, ০৩:০২

ছবি : সংগৃহীত

স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস পিএসজি ছাড়ছেন। লিওনেল মেসির ক্লাব ছাড়া নিয়ে এখনো ধোঁয়াশা আছে কিন্তু সার্জিও রামোস যে পিএসজি ছাড়ছেন তা তিনি নিজেই জানিয়ে দিয়েছেন।

গতকাল রাতে রামোস তার অফিশিয়াল ফেসবুক পেইজে লিখেছেন ‘আগামীকালের দিনটি আমার জন্য বিশেষ। কাল (শনিবার রাত) আমি জীবনের আরেকটি অধ্যায়কে বিদায় জানাবো। বিদায় বলবো পিএসজিকে।’

পিএসজি পূর্বেই লিগ ওয়ানের শিরোপা নিশ্চিত করেছে। নিয়মরক্ষার ম্যাচে ক্লেহমোঁর মুখোমুখি হবে তারা আজ রাত ১টায়। বিশ্বসেরা ডিফেন্ডার রামোসের এই ম্যাচটি ক্লাবটির জার্সিতে শেষ ম্যাচ বলে পিএসজি সমর্থকদের জন্য স্মরণীয় হতে যাচ্ছে।

রামোসের পিএসজি ছাড়া নিশ্চিত। তবে মেসির ক্লাব ছাড়া নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। ২ দিন আগে কোচ গালতিয়ের বলেছেন, মেসি ক্লাব ছাড়বেন। অথচ অল্পক্ষণ পরেই পিএসজি মুখমাত্র ইএফইর সঙ্গে আলোচনায় বলেন, ‘গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। মেসি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন না। বরং পিএসজির হয়ে মেসি মৌসুমের শেষ ম্যাচটা খেলবেন।’

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর